Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মার্চ ২০২৩

দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা

দর্শণার্থীদের জন্য সুযোগ-সুবিধা ১. তথ্য কেন্দ্র: চিড়িয়াখানার প্রবেশদ্বারে ১টি তথ্য কেন্দ্র আছে। প্রয়োজনীয় সহযোগিতার জন্য তথ্যকেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ২. মাইকিং সার্ভিস: চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে সার্বক্ষণিক দিক নির্দেশনা ও সচেতনমূলক তথ্য প্রচার করা হয়। কোন কিছু হারিয়ে গেলে বা পেয়ে থাকলে তথ্য কেন্দ্র হতে মাইকে প্রচারের সুযোগ রয়েছে। ৩. খাবারের রেস্তোরা: পযটন কর্পোরেশন কর্তৃক “ময়ূরী ও ঈগল” নামক দুইটি রেস্তোরা চিড়িয়াখানার অভ্যন্তরে পরিচালিত হচ্ছে সেখানে সুলভ মূল্যে স্বাস্থ্যকর খাবার পাওয়া যায়। ৪. খাবার পানীয়: চিড়িয়াখানার অভ্যন্তরে বেশ ক’টি স্পটে পানির ব্যবস্থা আছে। ৫. শিশু পার্ক: শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক রয়েছে যেখানে বাচ্চাদের দোলনা, স্লিপার, মেরিগো রাউন্ড ও ফ্যামিলি ট্রেনে চড়ার সুযোগ রয়েছে। ৬. মসজিদ: নামাজ আদায়ের জন্য মহিলা ও পুরুষদের পৃথক ব্যবস্থা রয়েছে। ৭. পাবলিক টয়লেট: দর্শনার্থীদের ব্যবহারের জন্য একাধিক স্থানে পৃথক পাবলিক টয়লেট রয়েছে। ৮. নিরাপত্তা: আনসার ও নিরাপত্তা প্রহরীরা সার্বক্ষণিক চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। ৯. চিত্রায়ন: নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে চিড়িয়াখানার অভ্যন্তরে জীব-জন্তুর ভিডিও/ স্যুটিং করা হয়। ১০. বিক্রয় ও সংগ্রহ: উপর্যুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ও নির্ধারিত মূল্যে চিত্রা হরিণ ও ময়ূর বিক্রয় করা হয়। দানকৃত প্রাণী গ্রহণ করা হয়। ১১. প্রাথমিক চিকিৎসা: প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ১২. বৃদ্ধ/বৃদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধিদের জন্য হুইল চেয়ার ব্যবস্থা আছে। ১৩. শিশুদের শিক্ষা: প্রাণী জাদুঘরে শিশুদের জীব-জন্তুর পরিচিতিমূলক প্রামান্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা আছে। ১৪. ইলেকট্রিনিক লাইব্রেরী: প্রাণী জাদুঘরে ইন্টানি ছাত্র/ছাত্রীদের ইলেকট্রনিক লাইব্রেরী ব্যবহারের সুবিধা আছে। ১৫. জ্যু-ওয়ার্কশপ: প্রাণী জাদুঘরে জ্যু-ওয়ার্কশপের ব্যবস্থা আছে। ১৬. কনফারেন্স হল: প্রাণী জাদুঘরে একটি অত্যাধুনিক শীতাতফ নিয়ন্ত্রিত অডিও-ভিজ্যুয়াল সমৃদ্ধ কনফারেন্স হল রয়েছে। ১৭. প্রবেশ ফি মওকুফ: চিড়িয়াখানায় শিক্ষা সফরে আগত ছাত্র/ছাত্রীদের নির্ধারিত হারে প্রবেশ ফি মওকুফ করা হয়। সকল প্রতিবন্ধিদের প্রবেশ ফি মওকুফ করা হয়। ১৮. শিক্ষা ও গবেষণা: ভেটেরিনারি এ্যানিমেল হাজবেনন্ড্রী ছাত্র-ছাত্রীরা ইন্টার্নশীপের মাধ্যমে হাতে কলমে বন্য প্রাণী সম্পর্কে শিক্ষা গ্রহণ করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা চিড়িয়াখানার বন্য প্রাণী নিয়ে শিক্ষা ও গবেষণার কাজ করে থাকে। প্রতি বছর প্রায় ২০০০ (দুই হাজার) ছাত্র/ছাত্রীকে ইন্টার্নশীপ প্রশিক্ষণ দেয়া হয়। ১৯. জ্যু-মিউজিয়াম ও ফিস এ্যাকুরিয়াম: চিড়িয়াখানায় একটি আধুনিক জ্যু-মিউজিয়াল রয়েছে যেখানে দূর্ল্ভ ও বিলুপ্তপ্রায় মৃত বন্য প্রাণীদেরকে প্রক্রিয়াজাত করে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে যা দর্শনার্থীরা উপভোগ করে। বর্তমানে ২৬ (ছাব্বিশ) প্রজাতির এ্যাকুরিয়াম ফিস প্রদর্শিত হচ্ছে। ২০. যানবাহন ও পার্কিং সুবিধা: দর্শনার্থীদের জন্য গাড়ী পার্কিং এর ব্যবস্থা রয়েছে। অন্যান্য স্থাপনা: ১. প্রাণী জাদুঘর ২. নিঝুম দ্বীপ ৩. উৎসব দ্বীপ ৪. দর্শণার্থীদের জন্য রেস্টিং রুম ৫. শিশু পার্ক ৬. মসজিদ ৭. চিড়িয়াখানার লেক (উত্তর ও দক্ষিণ)   বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ক. পরিদর্শনের সময়সূচি: • এপ্রিল-সেপ্টেম্বর (সকাল ৯.০০ টা হতে বিকাল ৬.০০ টা) • অক্টোবর-মার্চ (সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০টা) খ. প্রবেশ ফি: • সাধারণ দর্শনার্থী জনপ্রতি ৫০.০০ (পঞ্চাশ) টাকা (প্রতিবার)। • ছাত্র/ছাত্রী (চিত্ত বিনোদন) ছবি সহ পরিচয়পত্র প্রদান সাপেক্ষে জনপ্রতি ২৫.০০ (পঁচিশ) টাকা (প্রতিবার) • ছাত্র/ছাত্রী (শিক্ষা সফরে দলভুক্ত) বিনামূল্য (শর্ত প্রযোজ্য)। • দুগ্ধপোষ্য শিশু (২ বছর বয়স পর্য্ন্ত ) বিনামূল্যে। • অটিস্টিকসহ সকল প্রতিবন্ধী বিনামূল্যে। [বি: দ্র: সাপ্তাহিক ছুটি রবিবার, তবে রবিবার সরকারি ছুটি হলে চিড়িয়াখানা খোলা থাকে ] ২. প্রাণী জাদুঘর ক. পরিদর্শনের সময়সূচি: • এপ্রিল-সেপ্টেম্বর (সকাল ৯.০০ টা হতে বিকাল ৬.০০ টা) • অক্টোবর-মার্চ (সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০টা) খ. প্রবেশ ফি: • জনপ্রতি ১০.০০ (দশ) টাকা (২ বছর পর্য্ন্ত বয়সের বাচ্চাদের টিকিট লাগবে না)। ৩. শিশু পার্ক   ক. মেরিগো-রাউন্ড [জনপ্রতি ৩০.০০ (ত্রিশ) টাকা] খ. ট্রেন [জনপ্রতি ৪০.০০ (চল্লিশ) টাকা। ৪. মৎস্য শিকার [ জনপ্রতি ২০০০ (দুই হাজার) টাকা ] [বি: দ্র: প্রতি মাসের ১ম (প্রথম) শুক্রবার টিকিট দেওয়া হয় ] যোগাযোগ website: www.bnzoo.gov.bd Email: bnzdls20@gmail.com Mobile: +880258053030